
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীরা অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী লীগের দোসর ও তাদের সমর্থকরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। সম্প্রতি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হেলাল গ্রেফতার হলেও আওয়ামী লীগ নেতা মহিবুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা অবাধে নবীগঞ্জ শহর এবং তাদের নিজ এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।
আন্দোলনকারী অনেকেই অভিযোগ করেন- জুলাই বিপ্লবকে প্রতিহত করতে গত ৪ আগস্ট হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি পলাতক সাবেক সংসদ সদস্য আবু জাহিরের ডাকে নবীগঞ্জ থেকে আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে সাবেক কাউন্সিলরসহ অনেকেই জড়িত ছিলেন। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নিজ আগনা কুরেরপাড় গ্রামের আওয়ামী লীগ নেতা মহিবুর রহমান, বাদশা মিয়া ও কৌছর মিয়া প্রমূখ। কিন্তু তারা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার না হওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জুলাই-আগস্ট বিপ্লবে নবীগঞ্জ থেকে হবিগঞ্জে অংশগ্রহণ করে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার ওপর আক্রমণ করে রাজপথ রক্তাক্ত করেছিল, তাদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে মুখর স্থানীয় সচেতন মহল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।