
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউপির ৬নং ওয়ার্ড সদস্য ও তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত সূত্রধরের বিরুদ্ধে ২০২১-২২ অর্থ বছরের টি আর ১ম পর্যায়ের সাধারণ সরকারি বরাদ্দের এক লক্ষ ষাট হাজার টাকা আত্মসাতের তদন্ত দাবি করেছেন তেঘরিয়া ইউপির ৪নং ওয়ার্ড সদস্য রাজিব মিয়া।
এর আগে তিনি রঞ্জিত সূত্রধরের বিরুদ্ধে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বলেন- তেঘরিয়া ইউপির মেম্বার রঞ্জিত সূত্রধর প্রকল্প কমিটির সভাপতি হয়ে ২০২১-২২ অর্থ বছরে টি আর ১ম পর্যায়ের সাধারণ বরাদ্দ থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করেন। তেঘরিয়া ইউনিয়ন পরিষদের আসবাবপত্র ক্রয় ও টয়লেট মেরামত বাবদ ব্যয় করার জন্য প্রকল্প দেওয়া হয়। কিন্তু উক্ত প্রকল্প কমিটির সভাপতি প্রকল্পের বিপরীতে সরকারের কোষাগার হতে সমস্ত টাকা উত্তোলন করে সংশ্লিষ্ট অফিসে ভূয়া মাস্টাররুল জমা দিয়ে উক্ত প্রকল্পে নির্ধারিত কোন আসবাবপত্র ক্রয় করেননি এবং ইউপি অফিসের কোন টয়লেট মেরামতে উক্ত টাকা ব্যয় না করে ১ লাখ ৬০ হাজার টাকা উত্তোলন আত্মসাৎ করেন।
অভিযোগকারী ইউপি সদস্য রাজিব মিয়া দাবি করেন- অভিযোগ দেয়ার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও রঞ্জিত মেম্বারের বিরুদ্ধে টাকা আত্মসাতের কোন তদন্ত হয়নি। তাছাড়া উক্ত রঞ্জিত মেম্বার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামী হলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। তিনি অবিলম্বে রঞ্জিত মেম্বারের বিরুদ্ধে টাকা আত্মসাতের সরেজমিন তদন্ত ও তাকে গ্রেফতারের দাবি জানান।