
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে থানায় অভিযোগ দিতে গিয়ে সাইফুর রহমান চৌধুরী সৌরভ (৩৫) নামে এক ফার্মেসী ব্যবসায়ী আটক হয়েছেন। সৌরভ ছাত্রলীগের সাবেক নেতা, দাবী পুলিশের। শনিবার রাতে নবীগঞ্জ থানা এলাকা থেকে সাইফুর রহমান চৌধুরী সৌরভকে আটক করে পুলিশ। সাইফুর রহমান চৌধুরী সৌরভ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আজিজুর রহমান চৌধুরী মামুনের ছেলে ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মেসার্স সোহান ড্রাগ হাউজের স্বত্ত্বাধিকারী।
নবীগঞ্জ থানা পুলিশ জানায়- সাইফুর রহমান চৌধুরী সৌরভ দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। হবিগঞ্জ সদর থানায় দায়েরকৃত একটি মামলার সন্দিগ্ধ আসামী তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
সৌরভের পরিবারের দাবী, রাতে পারিবারিক সমস্যা নিয়ে থানায় লিখিত অভিযোগ দিতে গিয়ে পুলিশের হাতে আটক হন সৌরভ। পুলিশের সেবা গ্রহণ করতে গিয়ে উল্টো পুলিশ তাকে আটক করেছে।
হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন- আটককৃত সৌরভ ২০২৪ সালের ১৮ অক্টোবর হবিগঞ্জ সদর থানায় দায়েরকৃত একটি মামলার তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ আসামী।