স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামের সৌদি প্রবাসী কাজী দিপু মিয়া হত্যা মামলায় আরও ১০ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল আলিম আসামীদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। যাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে তারা হলেন- কালনী গ্রামের আক্তার মিয়া, ছুরুক মিয়া, রাজু মিয়া, হৃদয় মিয়া, বাচ্চু মিয়া, জিতু মিয়ার পুত্র আক্তার মিয়া, অন্তর মিয়া, জিতু মিয়া, শানু মিয়া, ছাবু মিয়া। গত ২২ জানুয়ারি দিপু মিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে র্যাব ৬ আসামীকে গ্রেফতার করে। পরে ৩৭ জন আসামীকে কারাগারে প্রেরণ করেন আদালত। গতকাল আরও ১০ আসামীকে কারাগারে প্রেরণ করা হলো। এ নিয়ে এজাহারভূক্ত ৬০ আসামীর মধ্যে ৫৩ আসামী বর্তমানে কারাগারে রয়েছেন। পলাতক থাকা অন্য আসামীদেরকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com