স্টাফ রিপোর্টার ॥ লাখাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পলাতক আসামীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হলো- মুছা মিয়া ও আবু কালাম।
পুলিশ সূত্রে জানা যায়- পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার সরকার ও এএসআই আবেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে পলাতক আসামী মোড়াকরি গ্রামের সাহাব আলীর ছেলে মুছা মিয়া (২২) ও আবু কালামকে (৩৫) গ্রেপ্তার করে।
জানা যায়, মোড়াকড়ি গ্রামের মৃত মকসুদ আলীর ছেলে পলাশ মিয়ার সাথে একই গ্রামের ওয়াহাব আলীর ছেলে মুছা মিয়া গংদের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। এ ব্যাপারে পলাশ মিয়া লাখাই থানায় মুসা মিয়াসহ ৬ জনকে আসামি করে মামলা করেন। মামলা নং-জিআর ৩৫৪, তাং-০১/০২/২০২৫ইং।
লাখাই থানার ওসি মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত আসামীদেরকে রবিবার (২ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com