স্টাফ রিপোর্টার ॥ চুরি, ডাকাতি, মাদক, ছিনতাইর বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে হবিগঞ্জ সদর উপজেলার ১৫টি গ্রামের মানুষ। এতে সভাপতিত্ব করেন বৃহত্তর কাটাখালীর মহল্লার প্রধান ফিরোজ আলী সরদার। বুধবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার নিতাইচক গ্রামের মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর থানার ওসি তদন্ত সজল সরকার, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউপি চেয়ারম্যান তাজউদ্দীন আহমেদ, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহিন।
বক্তারা বলেন গত বৃহস্পতিবার হবিগঞ্জ সদরের নিজামপুর ইউনিয়নের সাধুর বাজার রাস্তার কালারচক আমবাগানের কাছে রাত ১১টায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এতে চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো: জহিরুল ইসলামসহ আরও তিনজনের কাছ থেকে দুটি মোটর সাইকেল, ৫টি মোবাইল ও নগদ ১ লক্ষ টাকা নিয়ে যায় ডাকাতরা। এছাড়াও এলাকায় গরু চুরি, ডাকাতির ঘটনা ঘটেছে। সভায় বক্তারা বলেন খুব দ্রুততম সময়ের মধ্যে ডাকাতদের আটক ও উদ্ধারকৃত মালামাল উদ্ধার না হলে ১৫ গ্রামের লোকজন কঠোর অন্দোলনে নামবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com