স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের সংঘর্ষে কাজী দিপু (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কালনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিপু ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কালনী গ্রামের কাজী ফরিদ মিয়া এবং ইউপি মেম্বার সাস্তু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকটি মামলা মোকদ্দমাও চলমান দুপক্ষের মধ্যে। গতকাল বুধবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করতে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় অন্তত ১৫ জন আহত হয়। এর মধ্যে কাজী ফরিদ মিয়ার পক্ষের কাজী দিপুকে আশঙ্কাজনক অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর সার্কেল এসপি শহিদুল ইসলামসহ ওসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান, কাজী দিপু ৫ দিন আগে সৌদি আরব থেকে বাড়ি আসেন। তাকে প্রতিপক্ষের লোকজন ফিকল দিয়ে বেশ কয়েকটি ঘা দিয়ে আঘাত করে হত্যা করে। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com