মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে মামলার আসামী হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এক কৃষকলীগ নেতা, ইউপি সদস্য। মামলার আসামী হয়ে প্রকাশ্যে কিভাবে ঘুরে বেড়াচ্ছেন আওয়ামীলীগের সহযোগী সংগঠন কৃষকলীগের এই নেতা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।
আওয়ামীলীগ সরকারের সময়ে কৃষকলীগের পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার, সরকারি বিভিন্ন অফিসে সুবিধা নেওয়া, সরকারি প্রকল্প নিয়ে নামমাত্র কাজ করে বিল উত্তোলন সহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৫ আগস্ট ছাত্র জনতার উপর হামলার পরিকল্পনাকারি হিসাবে তার অন্যতম ভুমিকা রয়েছে। অভিযোগে জানা যায়, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামের আলফু মিয়ার ছেলে ইউপি সদস্য (মেম্বার) বসু মিয়া মাধবপুর উপজেলা কৃষক লীগের সদস্য পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, বিভিন্ন সরকারি,বেসরকারি অফিসে দলীয় প্রভাব বিস্তার শুরু করেন। সরকারদলীয় লোক আর ইউপি সদস্য পরিচয় দিয়ে হয়ে যান লাখ লাখ টাকার মালিক। তার বিরুদ্ধে কথা বললেই বিএনপির ট্যাগ লাগিয়ে দিয়ে হয়রানি করা হত সাধারণ মানুষকে।
৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিহত করার পিছনে যে কয়েকজনের ভুমিকা ছিল তার মধ্যে বসু মিয়া ছিলেন অন্যতম। গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ মাধবপুর থানায় একটি মামলা হলে ওই মামলায় বসু মিয়াকে আসামী করা হয়। তারপরও বসু মিয়া এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে।