সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নবাগত পুলিশ সুপার এন এম সাজেদুল হক
স্টাফ রিপোর্টার ॥ ৫ আগস্টের দেয়াল ভাঙতে দেয়া হবে না মন্তব্য করে হবিগঞ্জের পুলিশ সুপার এন এম সাজেদুল হক বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে ৫ আগস্ট একটি দেয়াল। ৫ আগস্টের আগে এক ধরনের বাংলাদেশ ছিল। এখন নতুন বাংলাদেশ। আমাদের তরুণদের ইতিহাসকে সম্মান জানাতে হবে।’ বুধবার (২২ জানুয়ারি) হবিগঞ্জে পুলিশ সুপার হিসাবে যোগদানের পর কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এ সময় পুলিশ সুপার বলেন, ‘হবিগঞ্জের গ্রাম্য দাঙ্গা বন্ধে, মাদক নির্মূলে পুলিশ দৃশ্যমান ভূমিকা পালন করবে। মিথ্যা মামলায় হয়রানী থেকে মানুষকে রক্ষা করা হবে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে আরো বেশি কার্যকরী করা হবে। ৫ আগস্টের পর বিধ্বস্ত পুলিশকে জনগণের কাছে নেয়ার চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে এসেছি। সেই চ্যালেঞ্জে বিজয়ী হব আমরা।’
এ সময় সাংবাদিকরাও পুলিশ সুপারকে সকল ধরণের সহযোগিতার আশ^াস দেন।