কৃষি কর্মকর্তা ও ঠিকাদারের দুটি মোটর সাইকেল, ৫টি মোবাইল ও নগদ প্রায় এক লাখ টাকা লুট ॥ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের নিজামপুর-সাধুর বাজার রাস্তার কালহারচক আমবাগানের কাছে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা এক কৃষি কর্মকর্তাসহ দুজনের দুটি মোটর সাইকেল, ৫টি মোবাইল ও নগদ প্রায় এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে। শুধু তাই নয় ডাকাতদের আক্রমণে আহত হয়েছেন ডাকাতির শিকার হওয়া লোকজন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।
এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে পূর্ব কাটাখালি গ্রামের বাসিন্দা, চুনারুঘাট উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, কাটাখালি গ্রামের বাসিন্দা ঠিকাদার মোঃ রুকন উদ্দিন ও যুবদল নেতা মোঃ আলমগীর ওই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে আমবাগান এলাকায় একদল ডাকাত তাদের পথরোধ করে মারধোর করে তাদের কাছে থাকা মোটর সাইকেল, মোবাইল ও নগদ টাকা লুট করে নেয়। আহত অবস্থায় তারা হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উক্ত ডাকাতির ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন আশপাশের কয়েকটি গ্রামের লোকজন। এ ঘটনার প্রতিবাদে ও উক্ত সড়কে মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবিতে গতকাল শনিবার রাতে পূর্ব কাটাখালি ও নিতাইর চকসহ কয়েকটি গ্রামের লোকজনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিতাইরচক গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী মোঃ চান মিয়ার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বিশিষ্ট মুরুব্বী মোঃ রফিক মিয়া, চনু মেম্বার, আব্দুর রউফ মেম্বার, নিজামপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী মোঃ মজনু, রাজিউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ উসমান, সেক্রেটারী মোঃ মমিন প্রমূখ।
সভায় উপস্থিত এলাকাবাসী ডাকাতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা এবং লুন্ঠিত মোটর সাইকেলসহ মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। তারা এলাকাবাসীর চলাচলে এ সড়কটিতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।
অপরদিকে, এ ঘটনায় চুনারুঘাট উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত লোকদের আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ আলমগীর কবির মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com