নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জে হামলা চালিয়ে গণঅধিকার পরিষদের জনসভা পন্ড করে দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। হামলায় গণঅধিকার পরিষদের দুই কর্মী আহত হয়েছেন। শনিবার বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে জনসভাস্থল পরিদর্শন করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ জেলা সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান। তিনি অভিযোগ করে উপস্থিত সাংবাদিকদের বলেন- শনিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর বাজারে গণঅধিকার পরিষদের নির্ধারিত জনসভা ছিল। ওই জনসভার বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে। সকালে জনসভার প্যান্ডেল তৈরী করে ব্যানার লাগানো হয়। এর পর পরই স্থানীয় বিএনপি কর্মী উস্তার মিয়া, মতিন মিয়া, আক্কাছ মিয়া, তমিজ মিয়া ও রিপন মিয়া সেখানে গিয়ে হামলা চালিয়ে প্যান্ডেল ভাঙ্গার পাশাপাশি গণঅধিকার পরিষদের ব্যানার আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। হামলায় গণঅধিকার পরিষদের দুই কর্মী আহত হয়েছেন। চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন- এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে গণঅধিকার পরিষদ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে।