![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2025/01/008-5.jpg)
নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ‘জিয়াউর রহমান ওয়ে’ সড়কের প্রতিষ্ঠাতা ও শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর মরহুম পিতা-মাতার স্মরণে নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামে শিরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে সারা দিনব্যাপী শাহ মোজাম্মেল নান্টুর বাড়িতে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এছাড়া শিরণীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত হন। শিরণী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ছুটে আসেন শাহ মোজাম্মেল নান্টুর ভাই শিকাগো বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোসাদ্দেক মিন্টু, শাহ মোশারফ আহমেদ।
শিরণীতে অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম মইন, গিয়াস উদ্দিন, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক, নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, মতিউর রহমান পেয়ারা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিদুল করিম মজিদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, অরবিন্দু রায়, নুরুল আমিন, আনোয়ার হোসেন মিঠু, জুয়েল আহমদ চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, রুবেল চৌধুরী, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক অলিউর রহমান অলি, বাহুবল উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোশাহিদ আহমদ, জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা আক্তার, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, নবীগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া বেগমসহ হবিগঞ্জ জেলা ও নবীগঞ্জ-বাহুবল উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শিরণীতে উপস্থিত হওয়ায় বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু।