স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান যোগদান করেছেন। শনিবার (১৮ জানুয়ারি) তিনি হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি পুলিশ সুপার, এসবি, ঢাকায় সুনামের সাথে কাজ করেছেন। ১৭ জানুয়ারি নবাগত পুলিশ সুপার এর হবিগঞ্জ আগমন উপলক্ষে জেলার সকল উর্ধ্বতন কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান। যোগদান শেষে বিদায়ী পুলিশ সুপার রেজাউল হক খাঁন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এর কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন নবাগত পুলিশ সুপার। এ.এন.এম সাজেদুর রহমান বগুড়া জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com