চুনারুঘাট প্রতিনিধি ॥ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সাবেক এমপি শাম্মী আক্তার বলেছেন- দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। আমাদের সমাজের চারপাশে এমনও হতদরিদ্র মানুষ আছে যারা কিনা অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা পর্যন্ত করাতে পারে না। আমাদের সকলেরই উচিত তাদের প্রতি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আর আমরা যদি তাদের প্রতি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই, এতেই অসহায় হতদরিদ্র মানুষেরা তাদের অন্তত চিকিৎসা সেবাটুকু নিশ্চিতে করাতে পারবে।
শনিবার (২৮ ডিসেম্বর) চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা চৌধুরী বাড়ি প্রাঙ্গণে শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডুলনা জামে মসজিদের সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডুলনা ইয়ং স্টার সোসাইটির সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী নিমান। এতে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সালেহ মোঃ শফিকুর রহামন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল হক তালুকদার প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com