স্টাফ রিপোর্টার ॥ গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে হবিগঞ্জ প্রেসক্লাব। গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) জমকালো আয়োজনে জেলার সকল সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয় প্রেসক্লাব মিলনায়তন। সাংবাদিকদের পদচারণায় প্রেসক্লাব ও তার আশপাশ মুখরিত হয়ে উঠে। সকাল ১১ টায় জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে আসা সাংবাদিকদের টি শার্ট ও খাবার কুপন তুলে দেয়া হয়। এর পর থেকে সাংবাদিকরা জালাল স্টেডিয়াম ও প্রেসক্লাব এলাকায় আড্ডা ও ফটোসেশনে ব্যাস্ত সময় পার করেন। দুপুর ১২ টায় বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি প্রেসক্লাব মিলনায়তন থেকে শুরু হলে শহর প্রদক্ষিণ করে। পরে জালাল স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সন্ধ্যায় জালাল স্টেডিয়ামে ৫০ বছর পূর্তি উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল এবং যুগ্ম-সম্পা দক শরীফ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ-এর রেসিডেন্সিয়াল এডিটর প্রখ্যাত সাংবাদিক অলি উল্লাহ নোমান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক দেশবার্তার সম্পাদক ও প্রকাশক কাজী তোফায়েল আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর জিএম এডমিন মোঃ এহসানুল হাবীব জয়, মানবজমিন ও কালের কন্ঠের সাবেক মফস্বল সম্পাদক মহিবুল হোসেন জিতু, ডেইলি সান এর স্টাফ রিপোর্টার এহসানুল হক জসিম ও হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির। বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোঃ ফজলুর রহমান, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, হারুনুর রশীদ চৌধুরী, শোয়েব চৌধুরী ও চৌধুরী মোঃ ফরিয়াদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব ইমদাদুল হক এমরান ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শরীফ চৌধুরী ও গীতা পাঠ করেন সুকান্ত গোপ। উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াস বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, সৈয়দ এখলাছুর রহমান খোকন, সায়েদুজ্জামান জাহির, রাশেদ আহমদ খান, প্রদীপ দাস সাগর, জেলা বিএনপি নেতা সৈয়দ রিয়াজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, সদস্য সচিব শফিকুর রহমান সিতু, যুগ্ম-আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার আমির আতিকুল ইসলাম সোহাগ, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমপনা চৌধুরী মাসুদ, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু, জেলা ছাত্রদল নেতা রুমেল খান চৌধুরী, যুবদল নেতা রাসেল মোল্লা। এছাড়াও প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে ১৯৭১ থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া প্রেসক্লাবের উদ্যোগে ‘অন্তরালের মুখ’ নামে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গানে গানে দর্শকদের মাতোয়ারা করেন দেশ বরেণ্য সংগীত শিল্পী কনকচাঁপা। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ফোক যুবরাজ হবিগঞ্জের কৃতি সন্তান সৈয়দ আশিকুর রহমান আশিক ও বাঁধন মোদকসহ স্থানীয় শিল্পীরা। শিল্পীদের গানে গানে দর্শকরা বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠেন।