স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাকশাইর এলাকা থেকে গরু চুরি করে সিএনজিতে করে পালিয়ে যাওয়ার সময় বেলঘর এলাকায় দুই গরু চোরকে জনতার সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার সকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাকশাইর গ্রামের টুকেন দাস তার একটি গরু পাশের রাস্তায় ঘাস খাওয়ার জন্য দিয়ে আসেন। রাস্তা নির্জন দেখে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গারবাজারের আব্দুল আলীর ছেলে সুহেল মিয়া (৩০) ও পৌর এলাকার জামাল মিয়ার ছেলে রাশেল মিয়া (২৬) গরুটিকে একটি সিএনজিতে তুলে বেলঘর এলাকার দিকে পালিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে ওই এলাকার মানুষের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে থানার এসআই মিজানুর রহমান জনতার সহযোগিতায় তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছে থেকে গরু ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মাধবপুর থানার ওসি আব্দুল্লা আল মামুন জানান, গ্রেফতারকৃতরা পেশাদার চোর-ডাকাত ও ছিনতাইকারী। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com