সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অর্ধশত লোক আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে ভাদিকারা গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে ও নুর ইসলামের ছেলে জসিম উদ্দিনের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রবিবার দুপুরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অর্ধশত লোক আহত হয়।
আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন শরীফ উদ্দীন (৩৩) মনোয়ারা (৬০) হেনা আক্তার (৩৫) মজিবুর (৩৫) মন্নান (২৪) রাতুল (২২) হাফিজুল (৪৫) জমির মিয়া(৩০) আকরম আলী (৫৫) মাসুদা (৪৫) শামীম (২২) হাকিম(৩৫) আশ্বব উদ্দিন (৩০) মান্না (৩২) সহ আরও অনেক। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
আহত মনোয়ারা বেগম, হেনা আক্তার ও শরীফের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান- সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ে আনে।