চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের ভাইরাল লাল শাপলা বিলের পাড়ে ফুলের হাট বসেছে। কিশোর কিশোরীরা ফুল নিয়ে পসড়া সাজিয়ে বসেছেন বিলের পাড়ে। ছেড়া ফুল কিনে ফুল হাতে নিয়ে ছবি তুলে ভাইরাল হতে এখন নারী পুরুষের ঢল নেমেছে। এছাড়া ফুল ছিড়ে নেওয়ায় বিলের সৌন্দর্য্য হারানোর পাশাপাশি আগামী দিনে বিলে লাল শাপলার বংশবিস্তার কমে যাওয়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা।
শনিবার বিকেলে সরজমিনে দেখা যায় পর্যটকরা বিলের পাড়ে অস্থায়ী দোকানের ফুল কিনে নিয়ে ছবি তুলছেন। কেউ কেউ ফুল ছিড়ে নিচ্ছেন। চা বাগান কর্তৃপক্ষ গাছ, বাঁশ দিয়ে বেড়া দেওয়ার পাশাপাশি চৌকিদার বসিয়েও শাপলা বিলের সৌন্দর্য্য ও পরিবেশ সংরক্ষণ করতে পারছেন না। হাজার হাজার মানুষ বাঁধা ডিঙ্গিয়ে প্রবেশ করছে বিলে। বিলে যেন মেলা বসেছে। প্রতিদিন এ বিলে দুই থেকে তিন হাজার ভ্রমণ পিপাসুর আগমন ঘটছে। গত ১৫ দিনে এ বিলে অর্ধলাখ পর্যটক এসেছেন বলে স্থানীয়রা ধারণা করছেন। অনেকেই ঢাকা চট্টগ্রামসহ বি ভিন্ন জেলা থেকে আসছেন। বিলের ফুল ছেড়া এবং ফুলের হাট বসা নিয়ে স্থানীয় পরিবেশবাদীদের পাশাপাশি সচেতন নাগরিকরা প্রতিবাদ করছেন। সোস্যাল মিডিয়ায় চলছে তীব্র প্রতিবাদ। তার পরও ঠেকানো যাচ্ছে না ফুল ছেড়া এবং ফুল নিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোডের হিড়িক। সকালে সূর্য্য উঠার আগেই হাজারো মানুষ চলে আসছে বিলের পাড়ে। মানুষের আনাগুনা চলছে সন্ধ্যার পরও।
মুগ্ধতা ছড়ানো দুটি কুঁড়ি একটি কুড়ির দেশে ‘সবুজের কোলে শাপলার মায়াবী সৌন্দর্য্য’ শিরোমে গত ১৬ নভেম্বর দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশ হলে ব্যাপক সাড়া পড়ে জেলাজুড়ে। এছাড়া সোস্যাল মিডিয়ায় লাল শাপলা বিলের ছবি দিয়ে তরুণ তরুণীদের ছবি প্রকাশ হলে পর্যটকদের ভীড় বাড়তে তাকে। আর এ সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় কিছু কিশোর কিশোরী ভোর রাতে এ বিলের শাপলা ছিঁড়ে বিলের পাড়ে হাট বসিয়েছে। তারা পর্যটকদের কাছে ২০/৩০ টাকা হারে ফুলের মোটা বিক্রি করছে। এ অবস্থায় এ শাপলা বিলের ফুল দ্রুত কমতে থাকে। বিল থেকে ফুল ছেড়া এবং তুলে আনার কারণে পরিবেশ বিনষ্ট হওয়ার পাশাপাশি আগামীতে শাপলা ফুলের বংশবিস্তার কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয় স্থানীয় বাসিন্দা ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার জানান, শখ করে শাপল বিলের সৌন্দর্য্য দেখতে গিয়েছিলাম। কিন্তু ফুল নেই, মুকুল আছে বলে আক্ষেপ করেন তিনি।
নরসিংদী থেকে শাপলা বিলে ফুল দেখতে আসা পর্যটক আনোয়ার হোসেন বলেন, সচেতন লোকজন এভাবে ছেঁড়া ফুল কিনে নিচ্ছেন, এটা ভাল কিন্তু এসব ফুলতো এ বিল না হয় কাছের কোন বিলের। তিনি তাদের সচেতন করা এবং পরিবেশবিদদের দৃষ্টি দেওয়ার আহবান জানান।