চুনারুঘাট প্রতিনিধি ॥ এদেশের আলিম-উলামা ও সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতনের বিচার আল্লাহ করেছেন। আল্লাহর বিচার বড়ই কঠিন। দুপুরের পাঁকানো গরম ভাত শেখ হাসিনা খেয়ে যেতে পারেননি। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পালিয়ে আত্মরক্ষা করেছেন। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে এ দেশে ছাড় দেয়া হবে না। গতকাল রবিবার বিকেল ৩টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে চুনারুঘাটের সকল ইউনিয়ন বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার উপরোক্ত কথাগুলো বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ আব্দালুর রহমান, চুনারুঘাটের সাবেক পৌর মেয়র নাজিম উদ্দীন শামসু, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াছমিন, সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি এপিপি অ্যাডভোকেট সরকার মোঃ শহিদ, চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব হোসাইন আলী রাজন, সাধারণ সম্পাদক দিদার মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রব, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সোবাহান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল করিম সরকার, উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ বজলুর রশিদ, গাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল আলম, পাইকপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আইয়ূব আলী, আহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি সালাহ উদ্দিন বাবরু, গাজীপুর ইউনিয়ন বিএনপি সেক্রেটারী মীর সেলিম, উবাহাটা ইউনিয়ন বিএনপির সেক্রেটারী হাজী মালেক, দেওরগাছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্বাছ উদ্দিন আফজাল খান, সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আঃ জাহির, জেলা যুবদলের সাবেক সভাপতি ফারুক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ তুষার, বাঘাসুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাশেদ, জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি সাইফুল চৌধুরী, রানীগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক তৈয়ব আলী, বিএনপি নেতা কাছুম আলী মেম্বার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মতিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আহমদ ফারুক লিপু, তাঁতী দলের সভাপতি মানিক মিয়া, বিএনপি নেতা আজমল হোসেন, বিএনপি নেতা লিটন মাস্টার, ফয়সল চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক আব্দুল আওয়াল, উপজেলা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান জালাল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর খান, পৌর শ্রমিকদলের সদস্য সচিব মুশফিকুর রহমান খসরু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজাদ তালুকদার, পৌর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল হামিদ, যুগ্ম আহবায়ক যথাক্রমে ইশা খান, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম সুজন, পৌর কৃষকদলের সভাপতি ফরিদ মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক সফিক মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মারুফ মিয়া, যুগ্ম আহবায়ক যথাক্রমে সাইফুল ছিদ্দিকী, নবীউর রহমান, শাহ নেওয়াজ, পৌর ছাত্রদলের আহবায়ক সাইফুর রহমান সুজন, সদস্য সচিব শাহ প্রান্ত, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাউছার খান, কলেজ ছাত্রদল নেতা গোলাম মহসিন জুবেদ, জুয়েল মজুমদার, জামশেদ আলী রাসেল, কামরুল ইসলাম, আব্দুস সালাম রিপন প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com