স্টাফ রিপোর্টার ॥ ইউকে ম্যানচেস্টার টেইম সাইড বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জুল আহমেদ বাবুল গত ১৫ নভেম্বর শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছেন। তিনি প্রায় তিন দশক যাবৎ যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেষ্টার বংলাদেশী এলাকা হিসেবে পরিচিত টেইম সাইড জেলার হাইড শহরে পরিবারসহ বসবাস করছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য টেইম সাইড শাখার সাবেক সভাপতি। রাজনীতির পাশাপাশি দেশে এবং প্রবাসে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাবুল ছাত্র জীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতা, সমাজ সেবক টি এ বাবুলের স্বপ্ন-আশা জনসেবা এবং জনকল্যাণকর কাজে নিজেকে সম্পৃক্ত রাখা। সমাজের সাধারণ মানুষ দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজদের হাতে জিম্মি। সমাজ-রাজনীতিতে বিভাজন আর পরমতসহিষ্ণুতার খুবই অভাব। অন্যদিকে অবৈধ অর্থবিত্ত-পেশিশক্তি সমাজ এবং রাজনীতিকে ধ্বংস করে ফেলেছে। ৯০ এবং ২৪ এর গণআন্দোলনের চেতনা বাস্তবায়নের এই সময় সৎ-মেধা সমাজ সচেতন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্যে তিনি উদাত্ত আহ্বান ব্যক্ত করেছেন। টি এ বাবুল বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের মকা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি হবিগঞ্জ শহরের রাজনগরস্থ বাসায় অবস্থান করছেন। সফরকালীন সময়ে তিনি জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সর্বস্তরের নেতাকর্মী সবার সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com