অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা
স্টাফ রিপোর্টার ॥ ধুলিয়াখাল-নসরতপুর সড়কের দরিয়াপুর এলাকায় গণপরিবহনে ডাকাতি হয়েছে। গত শনিবার রাত ৩টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। ১৫-১৬ জনের একদল মুখোশধারী ডাকাত রাস্তায় গাছ ফেলে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে। এসময় ডাকাতদল একটি মোরগের গাড়ি চালকের কাছ থেকে দেড় লাখ টাকা ও দুইটি মোবাইল ফোন, ঢাকা-আজমিরীগঞ্জ গামী লাকী পরিবহনের যাত্রীদের কাছ থেকে নগদ টাকাসহ বিভিন্ন গাড়ির যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ডাকাতের হামলায় গাড়ি চালক বিলাল ও রিয়াদ সহ ৫ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল পালিয়ে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com