স্টাফ রিপোর্টার ॥ ইনাতগঞ্জ পূর্ব বাজারে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের হাতে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহান খুনের ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১৪, সিপিএসসি এর যৌথ অভিযানে ৯ নভেম্বর রাতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন মুন্সিরহার এলাকা থেকে ওই হত্যা মামলার প্রধান আসামীসহ আরও ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, গত ২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন ইনাতগঞ্জ পূর্ব বাজার নামক স্থানে কতিপয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ী একতাবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে এলাকাবাসী আহত সোহানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। পরবর্তীতে উক্ত ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব এ মামলার প্রধান আসামীসহ আরো দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন দিদার আলী (২৭), পিতা-মৃতঃ ইমান উদ্দিন; জাহিদ (২১), পিতা-মফিজ উদ্দিন ও বাবলু মিয়া (২৪), পিতা-মৃতঃ সাহাব উদ্দিন, সর্বসাং- লতিবপুর, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
র‌্যাব আরো জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।