স্টাফ রিপোর্টার ॥ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, অদৃশ্যমান অশুভ শক্তির সাথে আমাদের লড়তে হচ্ছে। সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তি মোকাবিলা করবে। অদৃশ্য শক্তিকে আমরা পরাজিত করব ইনশাআল্লাহ। গতকাল শনিবার দুপুর ১২ টায় সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের মাধ্যমে আগামীর দিনের রাজনীতি পরিচালিত হবে। সময়ের সাথে সাথে সিনিয়র নেতৃবৃন্দের পথ ধরে যোগ্যতা অনুসারে জুনিয়র নেতারা স্থান পাবেন। কর্মীর সাথে নেতার সম্পর্ক থাকবে ভাইয়ের মতো।
সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।
সভার কার্যক্রম কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়। পরে শোক প্রস্তাব, সাংগঠনিক রিপোর্ট পেশ ও সমর্থন শেষে দলের প্রয়াত নেতা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রূহের মাগফেরাত কামনা এবং আহত ছাত্র জনতার জন্য দোয়া করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, ব্যারিস্টার আবরার ইলিয়াস, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন চাকসু, হাজী শাহাব উদ্দিন আহমদ, শাহ জামাল নুরুল হুদা, ফখরুল ইসলাম ফারুক, একেএম তারেক কালাম, ইকবাল বাহার চৌধুরী, আজির উদ্দিন চেয়ারম্যান, শহিদ আহমদ চেয়ারম্যান, মাহবুবুর রব চৌধুরী ফয়সল প্রমূখ।