ধুলিয়াখালে যোগদান সভায় চৌধুরী আশরাফুল বারী নোমান
স্টাফ রিপোর্টার ॥ গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫ টায় শহরতলীর ধুলিয়াখালে এ যোগদান সভা অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মাওলানা ফরিদ আহমেদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন জুয়েল। বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মীর দুলাল, হবিগঞ্জ সদর উপজেলা শাখার সাবেক সদস্য সচিব মোঃ হিরা মিয়া, হবিগঞ্জ জেলা শাখার মানবাধিকার বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, বাবুল মিয়া, মজিদ মিয়া, ফিরোজ আলী, আব্দুল কাদির, সামসু মিয়া, আঃ আহাদ, শফিক মিয়া, রফিক মিয়া, যুব নেতা হুমায়ুন কবির, গোপায়া ইউপি মেম্বার সাদেকুর রহমান, জেলা শাখার সদস্য এমরান মিয়া, সাহিদ সর্দার, মরতুজ আলী, শাকিল আহমেদ জীবনসহ হবিগঞ্জ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের হাতে ফুলের তোড়া দিয়ে গণঅধিকার পরিষদে যোগদান করেন মোঃ আব্দুল কাইয়ূম, সাবেক ইউপি সদস্য মোঃ মখলিছুর রহমান, মোঃ আব্দুল্লাহ, সিজিল খান, নুরুল হক, হাফিজুর রহমান, আজিজুর রহমান, মোঃ কবির মিয়া, মোঃ জসিম খান, সাইফুল ইসলাম, সাজন মিয়াসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকেও রাষ্ট্র সংস্কারের কথা চিন্তা করেনি। গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর (ভিপি নুর) রাষ্ট্র সংস্কারের কথা চিন্তা করেছেন। কিভাবে দেশকে নতুন করে সাজাতে হয় তিনি উদ্যোগ দিয়েছেন। আর তার এই ভাবনা থেকেই দেশ আজ নতুন সম্ভাবনায় পা রেখেছে। গণঅধিকার পরিষদ নতুন চিন্তা ভাবনা নিয়ে কাজ করবে। জনগণের কল্যানে কাজ করবে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।