স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের প্রাচীনতম সাহিত্য সংগঠন ‘হবিগঞ্জ সাহিত্য পরিষদ’ এর নয়া কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় মেজর জেনারেল এম এ রব বীর উত্তম গ্রন্থাগার জাদুঘরে উক্ত কমিটি গঠন কল্পে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সাহিত্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি তাহমিনা বেগম গিনির সভাতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিগত দিনের কার্যাবলী পাঠ ও অনুমোদন করা হয়। এতে সাধারণ সম্পাদক বাৎসরিক প্রতিবেদন পেশ করেন। পরে পরি ষদের সদস্যদের স্বতস্ফূর্র্ত অংশগ্রহণে তাহমিনা বেগম গিনিকে সভাপতি, গৌতম সরকারকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুল আউয়াল তালুকদারকে সহ-সভাপতি, এম এ ওয়াহিদকে সাধারণ সম্পাদক, মোঃ কুদ্দুস আলী মনোহরকে যুগ্ম সাধারণ সম্পাদক, আবু মোতালেব খান লেবুকে সাংগঠনিক সম্পাদক, শংকর অধিকারীকে কোষাধ্যক্ষ, আঃ মোতালিব মমরাজকে দপ্তর সম্পাদক করে আগামী দুই বছরের জন্য হবিগঞ্জ সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ইকরামুল ওয়াদুদ, অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সহকারি অধ্যাপক লতিফ হোসেন, সায়েদুর রহমান তালুকদার। সদস্য মোঃ আব্দুল হক, সৈয়দ মাহবুব জিলানী হিরণ, ফজলুর রহমান জুয়েল, শিক্ষক এম এ ওয়াহিদ, রুনা আক্তার স্বপ্না, মনসুর আহমেদ, পাপিয়া আশরাফ, তজম্মুল হক অপু, ইফতেখার তরফদার তারেক। সভায় হবিগঞ্জ সাহিত্য পরিষদের তিন দশক পূর্তি উপলক্ষে ৩৩ বছরের প্রকাশিত সকল সংকলন ও নানা কর্মকান্ড নিয়ে জমকালো ভাবে বর্ণাঢ্য আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পূর্বের ন্যায় প্রতি মাসের শেষ রবিবার মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হবে বলে আলোচনা হয় এবং প্রত্যেক সদস্যের জীবন বৃত্তান্ত পরিষদের মুখপত্র প্রকাশিত ‘প্রত্যয়’-এ অর্ন্তভূক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। হবিগঞ্জ সাহিত্য পরিষদের ত্রৈ-মাসিক মুখপত্র ‘প্রত্যয়’ এর ৫২তম সংখ্যা ‘ডিসেম্বর বিজয় দিবস’ প্রকাশের সিদ্ধান্ত গৃহিত হয়।