স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৬৬ কেজি গাঁজাসহ জামাল মিয়া (৩৩) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ২৪ অক্টোবর ভোররাতে ১নং ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আব্দুল আজিজের ছেলে।
পুলিশের দাবি গ্রেফতারকৃত ব্যক্তির বসতঘরে নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা রেখে আরও কয়েকজন মাদক ব্যবসায়ীসহ সম্মিলিতভাবে গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে মাদক ব্যবসায়ী জামাল মিয়ার বসতঘর তল্লাশী করে ৬৬ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com