স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিস নিয়ে গেছে চোরেরা
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক স্কুল শিক্ষিকার ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গতকাল শুক্রবার সংঘবদ্ধ চোরেরা ওই শিক্ষিকার ঘরে থাকা মালামাল চুরি করে নিয়ে গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের চাকুরিজীবী মোহাম্মদ সফিকুর রহমান ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা দিলরুবা শিকদার ডাক্তার দেখাতে স্বপরিবারে হবিগঞ্জ শহরে যান। এই সুযোগে রাতে ফাঁকা বাড়িতে সংঘবদ্ধ চোরেরা হানা দেয়। তালা বদ্ধ থাকা ঘরে চোরেরা ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ঘরের স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ ৪৩ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার, ১টি ওভেন, মূল্যবান কাপড়-চোপর, ১টি টিভিসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। শুক্রবার সকালে প্রতিবেশীর ফোন পেয়ে স্কুল শিক্ষিকা দিলরুবা নিজ বাড়িতে ছুটে আসেন। ঘরে প্রবেশ করে দেখতে পান সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। চোরেরা ঘরের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে পেছনের দরজা ভেঙে পালিয়ে গেছে। বিষয়টি গৃহকর্তা সফিকুর রহমান চুনারুঘাট থানা পুলিশকে অবগত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতে গৃহকর্তা চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com