শত্রুতার জের ধরে প্রবাসীর পরিবারে ডাকাতি
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর মা মৃত মাহমুদ মিয়ার স্ত্রী রাহেনা বেগম বাদী হয়ে গত ২২ অক্টোবর হবিগঞ্জ কোর্টে মামলা করলে ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে নবীগঞ্জ থানাকে এফআইআর গণ্যে মামলা রুজু করার নির্দেশ দেন বিচারক। মামলা নং- ১১।
মামলার বিবরণে জানা যায়, রাহেনা বেগমের স্বামী মারা যাওয়ার পর দুই মেয়ে নিয়ে নিজ বাড়িতেই বসবাস করে আসছিলেন। তার ৩ ছেলে প্রবাসী। এই সুযোগে একই গ্রামের মৃত মীর্জা কটু বেগের ছেলে মীর্জা আওলাদ বেগসহ তার লোকজন বিবাদীর বাড়ির জায়গা দখল করে একটি রাস্তা নির্মাণের চেষ্টা করে। এ ঘটনায় হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করলে আওলাদ বেগ ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে রাহেনা বেগমের পরিবারের উপর। এরই জের ধরে গত ৬ অক্টোবর গভীর রাতে মীর্জা আওলাদ বেগ, একই গ্রামের সামছু মিয়ার পুত্র মিনসুর, তার ভাই জসিম উদ্দিন, ছালেক মিয়া, মৃত আব্দুল হেকিমের পুত্র সুলতান উদ্দিন, ক্বারী আব্দুল মোছাব্বিরের পুত্র জামাল মিয়া, চান মিয়া, চান মিয়ার পুত্র সুরুজ মিয়া, কাসেম মিয়াসহ আরো ৬/৭ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাহেনা বেগমের কাঠের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে বেশ কয়েকটি দামি মোবাইল ফোন, মূল্যবান কাপড় চোপড় ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে তারা মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা ও ৯৯৯ এ ফোন দিলে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে আসলে ডাকাতরা পালিয়ে যায়। যাওয়ার সময় তাদেরকে এ ব্যাপারে বাড়াবাড়ি না করার জন্য হত্যার হুমকি প্রদর্শন করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে মামলা করে ওই নিরীহ পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন। মীর্জা আওলাদ বেগ তার লোকজন নিয়ে বাদীনি ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাহেনা বেগম।