গতকাল রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর উদ্যোগে ক্লাবের সদস্যবৃন্দ মিলে পাঁচশত বছরের পুরাতন মাছুলিয়া রামকৃষ্ণ গোসাঁই আঁখড়া প্রাঙ্গণ এবং খোঁয়াই নদীর পাড়ে বজ্রপাত প্রতিরোধক, পরিবেশ বান্ধব, ভূমিক্ষয় রোধকারী শতবর্ষী তালগাছের ৪০০ বীজ রোপণ করা হয়। এই পরিবেশ বান্ধব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও রামকৃষ্ণ আঁখড়ার সভাপতি শংকর পাল। এতে বক্তব্য রাখেন ক্লাব সদস্য মিসেস তাহমিনা বেগম গিনি, আঁখড়ার পূজ্যপাদ মোহান্ত গোসাঁই, বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, রোটারি ক্লাব অব খোয়াই এর সভাপতি আজিজুর রহমান মান্না, রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল সভাপতি মনির হোসেন, কৃষিবিদ বীরেন্দ্র লাল রায় প্রমুখ। ক্লাব সভাপতি মনির হোসেন এর পারিবারিক সংস্থা ‘জব ফর হিউম্যান রিসের্স ওয়েল ফেয়ারের’ আর্থিক সহায়তায় এই কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। হবিগঞ্জ মাছুলিয়া ব্রিজ হতে বগলা বাজার ব্রিজ পর্যন্ত খোয়াই নদীর পাড়ে শতবর্ষী তালবীজ ও চারা রোপন করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি