মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দিগন্ত পরিবহণের কাউন্টারের সামনে থেকে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৯)। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত (ঢাকামেট্টো-ট-২২-০৫৩৭) একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। রবিবার রাত পৌঁনে ১০টায় গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৯ এর নায়েব সুবেদার জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দিগন্ত পরিবহণ কাউন্টারের সামনে অভিযান চালান। অভিযানকালে ৫০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা (গোয়াছনগর) গ্রামের মৃত আলতাব আলীর ছেলে কামাল মিয়া (৩২) ও বান্দরবন জেলার আলীকদম থানার আমতলীপাড়া গ্রামের জয়ন্ত চাকমার ছেলে রতন চাকমা (২২)।
র্যাব জানায়- জব্দকৃত পিকআপে থাকা ৪টি কার্টুন তল্লাশী করে ওই কার্টুনগুলোতে রাখা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৯) এর নায়েব সুবেদার জালাল উদ্দিন বাদী হয়ে ২ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com