স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে চাঞ্চল্যকর কৃষক শুকুর মিয়া হত্যা মামলার প্রধান দুই আসামি সাদেক মিয়া (২৪) ও জাকির মিয়া (২৫) হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি প্রদান করেছে। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এর নিকট তারা ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে এই দায় স্বীকার করে এবং সহযোগীদের নাম প্রকাশ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ সদর থানার এসআই রবিবার ভোরে মোবাইল ট্যাকিং করে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাগানবাড়ি থেকে সৈয়দপুর গ্রামের সফর আলীর পুত্র মামলার প্রধান আসামী সাদেক মিয়া (২৪) ও তালাব আলীর পুত্র জাকির মিয়া (২৫)কে গ্রেফতার করে হবিগঞ্জে নিয়ে আসেন। পরে তারা পুলিশের নিকট হত্যার দায় স্বীকার করলে মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে নেয়া হয়। পরে নির্ধারিত প্রক্রিয়ায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বিচারকের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
এসআই মমিনুল ইসলাম জানান, গত ১৭ আগস্ট সকালে শুকুর আলী (৫৫) জমিতে কাজ করতে গেলে একই গ্রামের মৃত সমন আলীর পুত্র সফর আলী, ছাদেক মিয়া, জাকির মিয়া, শাহজাহান ও শাকিল মিয়াসহ ১০/১৫ জন লোক ফিকল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে। এ ঘটনায় তার কন্যা সীমা আক্তার বাদি হয়ে ১১ জনকে আসামি করে মামলা করেন। ইতোপূর্বে তিনি আরও কয়েকজনকে গ্রেফতার করেছেন। কিন্তু দুই আসামি ঢাকার কেরানীগঞ্জে ছদ্মবেশ ধারণ করে থাকে। বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হওয়ার পর ওসি গোলাম মর্তুজার নির্দেশে গত শনিবার হবিগঞ্জ থেকে মমিনুল ইসলাম একটি টিম নিয়ে কেরানীগঞ্জে অবস্থান করেন। পরে তাদেরকে গ্রেফতার করে হবিগঞ্জে নিয়ে আসেন।