স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বাঁধা দেয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের উপর টিয়ারসেল, কাঁদানো গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পুলিশ। গতকাল ২৪ জানুয়ারী ২০২৩ইং তারিখ সকাল ১০টার দিকে নবীগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টের সামনে অবস্থিত গোলচত্ত্বরে এ ঘটনা ঘটে।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের দাবীতে নবীগঞ্জ ট্রাফিক পয়েন্টের সামনে গোলচত্ত্বরে কালো পতাকা নিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলটিতে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মোঃ আব্দুর রউফ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, ওলিউর রহমান ও শেখ সুজাদ আহমেদসহ নবীগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীবৃন্দ।
এর পূর্বে সমাবেশকে কেন্দ্র করে নবীগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টের সমানে গোলচত্ত্বর এলাকায় বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। তখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে বাঁধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং টিয়ারসেল ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। এতে বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন।
পরবর্তীতে নবীগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। যার জিআর মামলা নং-১৫/২৩ইং (নবীঃ ধারা- ৩(এ) ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন তৎসহ ১৫(৩)/২৫-ডি, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, নবীগঞ্জ থানার মামলা নং-১৯, তারিখ- ২৪/০১/২০২৩ইং।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com