মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা সদরস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোঃ মেহেদি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কায়সার মাহমুদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম. রশিদ আহমেদ, আলিফ-সোবহান চৌধুরী কলেজের ক্রীড়া শিক্ষক এম. সামছুদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, মেডিকেল অফিসার ডা. আজিজুল ইসলাম, ডা. কায়সার আহমেদ, শিক্ষক আব্দুল হাই, চম্পা আক্তার, মোঃ ওমর ফারুক, তাজুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, শিপ্রা রানী নাগ, মোঃ মনজুর আলী প্রমুখ। ছাত্রদের ১৫০০ মিটার, ৮০০ মিটার, ৪০০ মিটার, ১০০ মিটার দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, জেভলিন থ্রো ও ডিসকাস নিক্ষেপ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকাল ৪টায় বিজয়ীদের পুরষ্কার, সনদ, মেডেল ও ক্রেস্ট প্রদান করা হয়।