জাবেদ তালুকদার ॥ নবীগঞ্জ শহরের বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) সেনাবাহিনীর টহল দল এ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর তল্লাশী অভিযান পরিচালনাকালে শহরের রাজভোগ রেস্টুরেন্ট, নাইস বেঙ্গল এন্ড চায়নিজ রেস্টুরেন্ট ও নাইস পিৎজা হাউজকে সতর্ক করা হয়। তাছাড়া শহরের ওসমানী রোডস্থ নাইস পিৎজা হাউজ থেকে ২ তরুণ-তরুণীকে আটক করা হয়। যদিও পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
জানা যায়, পৌর শহরসহ উপজেলার অলি-গলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকান। অভিযোগ রয়েছে রেস্টুরেন্টে খাবার খাওয়ার নামে কেবিনে চলে তরুণ-তরুণী, কপোত-কপোতির অনৈতিক কর্মকান্ড। অনৈতিক কর্মকান্ডের জন্য রেস্টুরেন্টের কেবিনই তাদের কাছে নিরাপদ স্থান। এ সুযোগে রেস্টুরেন্ট মালিকও আর্থিক সুবিধা পাচ্ছেন। এ বিষয়ে স্থানীয় পত্রিকাগুলোতে সংবাদ প্রকাশ হলে গতকাল বৃহস্পতিবার শহরের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় হোটেলগুলোকে সতর্ক করা হয়।
এ বিষয়ে সেনাবাহিনীর মেজর তানভীর আহমদ বলেন, রেস্টুুরেন্টগুলোতে সেনাবাহিনীর টহল দল তল্লাশী অভিযান পরিচালনা করে তাদেরকে সতর্ক করা হয়েছে। অভিযানকালে শহরের ওসমানী রোডস্থ নাইস বাংলা রেস্টুরেন্টে দুজন তরুণ-তরুণীকে পাওয়া যায়। তাদেরকে আটক করা হলেও সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।