বিএনপির অবস্থান কর্মসূচীতে জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ছাত্র-জনতা রক্ত দিয়ে ২য় বারের মতো বাংলাদেশ স্বাধীন করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি। কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়, জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তাদেরকে প্রতিরোধ করতে হবে। বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে আছে, থাকবে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মাঠে হবিগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা এবং গণহত্যাকারী হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচী শেষে এক বিশাল মিছিল হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে। মিছিলটি শহরের খোয়াইমুখ এলাকায় গিয়ে শেষ হয়।
অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে জি কে গউছ আরও বলেন- গত ১৭টি বছর যে স্বৈরশাসক মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি চূড়ান্ত সীমায় নিয়ে গিয়েছিল, ভিন্ন মতকে দমন করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে পাখির মতো শত শত মানুষকে হত্যা করেছিল, হাজার হাজার মানুষ পুঙ্গুত্ব বরণ করেছিল, গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল, সেই স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনরোষের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। গত ১৭টি বছর বাংলাদেশের মানুষের প্রতি যে অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, গুম-খুন হয়েছে, সুষ্ঠ তদন্তের মাধ্যমে এসবের বিচার হবে, সেই আশার বুক বেঁধে আছে বাংলাদেশের মানুষ।
অবস্থান কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, ইসলাম তরফতার তনু, হাজী এনামুল হক, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, সদস্য মেয়র ছবির আহমেদ চৌধুরী, এম জি মোহিত, নাজিম উদ্দিন শামছু, আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, সৈয়দ রিয়াজ উদ্দিন, গীরেন্দ্র চন্দ্র রায় প্রমূখ। এ ছাড়াও অবস্থান কর্মসূচীতে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি, লাখাই উপজেলা বিএনপি, বানিয়াচং উপজেলা বিএনপি , নবীগঞ্জ উপজেলা বিএনপি, নবীগঞ্জ পৌর বিএনপি, বাহুবল উপজেলা বিএনপি, চুনারুঘাট উপজেলা বিএনপি, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি, মাধবপুর উপজেলা বিএনপি, মাধবপুর পৌর বিএনপি, জেলা যুবদল, শ্রমিকদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, জাসাস জেলা ছাত্রদল, কৃষক দল, মৎস্যজীবি দল, আইনজীবী ফোরাম নেতৃবৃন্দ অংশ নেন।