স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। থানা ভবনটি দুর্বৃত্তদের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় উপজেলা পরিষদের একটি ভবনে সেবা কার্যক্রম চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় থানায় উপস্থিত সকল পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর মাহি আহমেদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম রাশিদুর রহমান অভি, জনাব আলী সরকারি কলেজের আরিফুল ইসলাম নয়ন প্রমূখ। ফুল দিয়ে বরণ করে নিয়ে পুলিশ সদস্যদের পাশে থাকার অঙ্গীকার করেন শিক্ষার্থীরা। এসময় সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত পুলিশ সদস্যরা জনবান্ধব পুলিশ হিসেবে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুর্বৃত্তদের হামলায় থানা ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আতঙ্কে বানিয়াচং থানা পুলিশ শূন্য হয়ে পড়ে।
বৈষম্যবিরোধী আন্দেলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী ৫ আগস্ট স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ২নং ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান ধনমিয়া, ১নং ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া ও আওয়ামী লীগ নেতা জয়নাল মিয়ার নেতৃতত্বে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলা করেন। এসময় উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ওইসব নেতা থানায় ডুকে ছাত্র জনতাকে উস্কানী দিতে থাকেন। এমনকি পুলিশের বন্দুক দিয়ে গুলি করার অভিযোগ রয়েছে ধনমিয়া ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীসহ ৮ জন প্রাণ হারান।