আক্তার হোসেন আলহাদী
সময় যে কত দ্রুত চলে যায়, ভাবতেই অবাক লাগে। এইতো মনে হয় যেন সেদিন- ২০০১ সালের ২রা অক্টোবর, আমার জন্মদাতা পিতা শতবর্ষী বানিয়াচং লোকনাত রমন বিহারী উচ্চ (এল. আর) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক এবং রমজান আলী হাফিজিয়া মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা শেখ মোঃ রমজান আলী (সকলের প্রিয় রমজান আলী স্যার)। মহান রবের সান্নিধ্যে চলে যান। আজ ২রা অক্টোবর, ২৪ তম মৃত্যু দিবস। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নশ্বর এই পৃথিবীতে চিরস্থায়ী কিছুই নয়। দিন আসে দিন যায়, কিন্তু বেদনা বিদুর স্মৃতি খুবই দুঃখজনক হয়ে থেকে যায়। সৃষ্টির বিধানানুযায়ী, জন্ম মানেই মৃত্যুর প্রতি অমোঘ যাত্রা এবং প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। কুল্লু নাফসিন যা ইকাতুল মউত। মহান রবের কাছে প্রার্থনা, তিনি যেন আমার শ্রদ্ধেয় পিতাকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন। রাব্বির হাম হুমা ক্বামা রাব্বাইয়ানী স্যগিরা।