নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জে বিশ্ব নদী দিবস পালন উপলক্ষে সোমবার বেলা ১১টায় স্থানীয় বাড্স কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা, খোয়াই রিভার ওয়াটার কিপার ও প্ল্যানেটিয়ার্স ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি তাহমিনা বেগম গিনি। সভায় বক্তৃতা করেন বাপা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, শিক্ষিকা মাহমুদা আক্তার, শিক্ষক জয়নাল আবেদীন তপু ও সজীব চন্দ্র গোপ, শিক্ষার্থী জেরিন খানম স্বর্ণা, রাদিয়া আবেদিন মাইশা প্রমূখ। বিভিন্ন বক্তা দখল দূষণে দুর্দশাগ্রস্ত জেলার নদীগুলোকে কাক্সিক্ষত রূপে ফিরিয়ে আনার ব্যাপারে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস ও সামাজিক সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ঐশী রায় বর্ষা, জারিয়াদ রাসিন খান ও মাইশা তাহসিন তোহা সহ আরো ১০ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দেয়া হয়।
এ উপলক্ষে ওইদিন সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা শাখার পক্ষ থেকে চৌধুরী বাজার এলাকায় খোয়াই নদীর তীরে তাল গাছ, শিমুল, কড়ই, কৃষ্ণচুড়া গাছের চারা লাগানো হয়।