স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের এমপি অ্যাডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক সংসদ সদস্য কামাল আহম্মেদ মজুমদার, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আন্দিউড়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, আওয়ামী লীগ নেতা বুল্লা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, তাঁতী লীগের সহ-সভাপতি মারুফ সিদ্দিকী, বেজুড়া গ্রামের বেনু মিয়া মেম্বার, জাকারিয়া চৌধুরীসহ ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামী করে ঢাকার মিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হৃদয় মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়- ১৯ জুলাই বেলা আনুমানিক আড়াইটার দিকে ঢাকার মিরপুর গোল চত্তর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা চলাকালিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে উপরোক্ত আসামীরা হামলা ও মারধোর করে এবং ককটেল এর বিস্ফোরণ ঘটিয়ে ভীতির সৃষ্টি করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com