স্টাফ রিপোর্টার ॥ আজ থেকে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হচ্ছে ৩দিন ব্যাপী পানির বিল ও পৌরকর মেলা। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান এক বিজ্ঞপ্তিতে বলেন- হবিগঞ্জ পৌরসভার সম্মানিত পানির গ্রাহক ও পৌর করদাতাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পানির বিল ও পৌরকর প্রদান প্রক্রিয়া সহজীকরণ এবং উদ্বুদ্ধকরণে ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ রোজ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ৩ (তিন) দিন ব্যাপী পৌরভবনে পানির বিল ও পৌরকর মেলা অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় যে সকল সম্মানিত পানির গ্রাহক ও করদাতাগণ বকেয়া সহ সমুদয় পানির বিল ও পৌরকর একত্রে পরিশোধ করবেন তাঁরা পানির বিলের সারচার্জ মওকুফ ও পৌরকরের চলতি কিস্তির উপর ১০% রিবেটের সুযোগ পাবেন এবং সমুদয় পানির বিল ও পৌরকর পরিশোধের জন্য সম্মাননা সনদ প্রদান করা হবে।
মেলায় উপস্থিত হয়ে বকেয়া সহ সমুদয় পানির বিল ও পৌরকর নিজে পরিশোধ এবং অন্যকে পরিশোধে উৎসাহিত করার জন্য পৌর প্রশাসক পৌরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
অপরদিকে, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী জানিয়েছেন- সকালে প্রধান অতিথি হিসেবে এই করমেলা উদ্বোধন করবেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। প্রথমদিন সকাল ১০টার উদ্বোধনী অনুষ্ঠানের পর হতে বিকেল ৫টা পর্যন্ত এবং ২য় ও ৩য় দিন সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত কর গ্রহণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com