![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/09/002.jpg)
হবিগঞ্জে নাগরিক প্লাটফর্ম-এর ত্রৈমাসিক সভা
গতকাল শনিবার হবিগঞ্জ শহরের স্কাই কিং রেস্টুরেন্ট হলরুমে বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায় শান্তি-সম্প্রীতি সুরক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল সমাজ গঠনকল্পে হবিগঞ্জ জেলায় নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ ইকরামুল ওয়াদুদ। নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সচিব বন্ধু মঙ্গল রায় এর সঞ্চালনায় সভায় বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ জাহান আরা খাতুন, তিনি বলেন, যুবরা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন করে সাজানোর উদ্যোগ নিচ্ছে। বর্তমানে যুবরা অনেক ভালভাল কাজ করে দেশের সুনাম বয়ে আনছে। তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারলে দেশে সফলতা আসবে। দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস এর সম্পাদক ফজলুর রহমান বলেন- নয়টি উপজেলার যুব ফোরামের সদস্যরা তাদের স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ হচ্ছে। সাথে সাথে এই যুব ফোরামের সদস্যদের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের হুইসেল ব্লোয়ার যারা রয়েছেন তাদেরকেও যদি সক্রিয় করা যায় তাহলে আমাদের বড় রকমের একটি স্বেচ্ছাসেবী গোষ্ঠী তৈরি হবে। যারা সামাজিক সম্প্রীতি সুরক্ষায় কাজ করবে। বুন্ধ মঙ্গল রায় বলেন- আমরা শিক্ষিত হই, লেখাপড়া জানলেই শিক্ষিত হওয়া যায় না তাদের মূল্যবোধ নীতি নৈতিকতা জ্ঞান আমাদের যুব সমাজকে সমৃদ্ধ করবে। তাই যুব ফোরামের সদস্যদের বিভিন্ন আত্ম উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করলে এইসব বিষয়ে তাদের দায়িত্ব এবং কর্তব্যবোধ বাড়বে। জালাল উদ্দিন রুমি বলেন- যুবরা স্বেচ্ছাসেবী হিসাবে সামাজিক দায়িত্ব পালন করবে। বাংলাদেশ গড়তে এই যুবরাই ভূমিকা রাখবে। এছাড়া আরো বক্তব্য রাখেন, চাঁদ সুলতানা চৌধুরী, মোহাম্মদ বাহার উদ্দিন, ফারুক আহম্মদ, মোঃ শাহ আলম বুলবুল ও মিজানুর রহমান। পরিশেষে সভার সভাপতি ইকরামুল ওয়াদুদ বলেন, শান্তি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের হবিগঞ্জ নাগরিক প্ল্যাটফর্ম বাস্তবায়ন করবে। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি