ছাত্র আন্দোলনে অংশগ্রহণ
স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় মাধবপুর এসএকে কয়েল ফ্যাক্টরীর ২ কর্মীকে চাকুরী থেকে বহিস্কার করা হয়েছে। শুধু তাই নয়, তাদের নামে মামলা হয়েছে বলেও হুমকি দেয়া হয়েছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৪ ও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সারা বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেয় এসএকে কয়েল ফ্যাক্টরীর কর্মী কলেজছাত্র বেজুড়া গ্রামের সিদ্দিক আলীর পুত্র ইব্রাহিম মিয়া ও হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের ইমন মিয়া। তারা কর্মস্থলে ডেলিভারী ম্যান হিসেবে দায়িত্বরত ছিল। তারা মাধবপুরে কোম্পানীর কয়েল বোঝাই কাভার্ড ভ্যান নিয়ে যাওয়ার সময় তাদের উপর হামলার ঘটনা ঘটে। এতে তারা গুরুতর আহত হয়। ছাত্র জনতা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠায়। ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা দেশত্যাগের পর ৬ আগস্ট ওই কয়েল ফ্যাক্টরী বিনা নোটিশে পিএম শ্যামল দাশ বন্ধ করে দেন। এতে দুইদিন কোম্পানী বন্ধ ছিল। ৮ আগস্ট ফ্যাক্টরী খোলা হলে ইব্রাহিম মিয়া ও ইমন মিয়া কাজে যোগদান করেন। দুদিন ডিউটি করার পর হঠাৎ এসএকে কয়েল ফ্যাক্টরীর প্লান্ট ম্যানেজার শ্যামল দাশ তাদের ডেকে নিয়ে তারা কেন ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে তা জানতে চান। পরে তাদেরকে কোম্পানী থেকে বহিস্কার করা হয়।