সিলেট বিএনপি’র ভার্চুয়াল সভায় তারেক রহমান
স্টাফ রিপোর্টার ॥ বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় সিলেট বিভাগ বিএনপি নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল সভায় তারেক রহমান একথা বলেন।
সভায় হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা বিএনপি নেতৃবৃন্দ স্ব স্ব জেলা থেকে যুক্ত হন। হবিগঞ্জ থেকে সংযুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ৪টি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন।
তারেক রহমান বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কিছু দুষ্কৃতকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত। বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই।
সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে। বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে ৫ আগস্টের পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দেশের বিভিন্ন সেক্টর দখল করছে যা পুরোপুরি সত্য নয়। আমাদের গুটিকয়েক নেতাকর্মী যারা এতদিন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের ছায়াতলে ছিল তারাই বর্তমানে বিএনপির সাথে যুক্ত হয়ে এই ধরনের কর্মকান্ড ঘটিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তিনি বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের ভোটেই ক্ষমতায় আসতে হবে ও থাকতে হবে। হাসিনা সরকারের মতো গুম, খুন, হত্যা, দমন ও নিপীড়নের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা যায় না। যার প্রমাণ আপনারা ইতিমধ্যেই পেয়েছেন।
তারেক রহমান বলেন- বিএনপি নেতাকর্মী কেউ যদি কোথাও কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বিএনপিকে গণমানুষের দল হিসেবে গড়ে তুলে দেশের জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের জন্য তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।