স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কৃষি অফিসার জ্যোতিময় সরকার ও অফিস সহায়ক জয়ন্ত দেবনাথের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মোঃ লুদন মিয়া নামে আজমিরীগঞ্জের এক কৃষক ঢাকা খামার বাড়ির পার্টনার প্রকল্পে এ অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আজমিরীগঞ্জ কৃষি অফিসের জয়ন্ত দেবনাথের মাধ্যমে কৃষি অফিসার জ্যোতিময় সরকার অন্যায়, অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। অভিযোগে বলা হয়, ২০২৩-২০২৪ অর্থ বছরের পার্টনার প্রকল্পের মাধ্যমে বীজ সংরক্ষণের জন্য কৃষকদের মাঝে ড্রাম বিতরণের উদ্যোগ নেয়া হয় এবং প্রতিটি ড্রামের বরাদ্দ দেয়া হয় ১ হাজার ৮০০ টাকা। কিন্তু অভিযুক্তরা ৫০০ টাকা মূল্যে কিছু ড্রাম ক্রয় করে কৃষকদের মাঝে বিতরণ করেন। এছাড়া কৃষক কৃষাণী ট্রেনিং এ নি¤œমানের নাস্তা-খাবার এবং সম্মানী ভাতারও অনেক টাকা আত্মসাত করা হয়। কৃষি উন্নয়ন এর মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তার প্রকল্প ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ জোরদার প্রকল্প। অনাবাদি পতিত জমি ও বসত বাড়ীতে ফ্লিপ প্রকল্পেও অনিয়ম করা হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরের খামার যান্ত্রিকীকরণ প্রকল্প, কম্বাইন হারভেস্টার, রিপার, রাইস ট্রান্সফরমার, ভুট্টা মাড়াই মেশিন কৃষকের নামে বরাদ্দ আসলেও বাস্তবে এর কোন অস্থিত্ব নেই। অভিযোগের বিষয়টি তদন্তক্রমে ব্যবস্থা নেয়ার জন্য দাবী জানানো হয়।