জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌর জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড জাপার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল দত্তের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সমাজ কল্যাণ সম্পাদক আফরোজ তালুকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ রানা, জেলা জাপা নেতা জাহির মিয়া, হবিগঞ্জ পৌর যুব সংহতির সাধারণ সম্পাদক দিলীপ বর্মণ, সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া, নুরুল হক, আফজল মিয়া, ১নং ওয়ার্ড জাপা সভাপতি আরজু মিয়া, সাধারণ সম্পাদক রাহিম আহমেদ, জাপা নেতা মির আব্দুল হাই, নিজাম উদ্দিন খান, রাসেল খান, আব্দুল খালেক, সোহেল মিয়া, ৪নং ওয়ার্ড জাপার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, শামছুল হক, মুফতি নুরুল ইসলাম, নুরুল হক, জাবেদ মিয়া, মঈন উদ্দিন, মুহিত মিয়া, জাহির মিয়া, আব্দুস সালাম, মুফতি মাওলানা সুলতান মাহমুদ প্রমূখ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আক্তার হোসেন। সভায় বক্তাগণ বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন পল্লীবন্ধু এরশাদ। তাই যতদিন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নাম থাকবে ততদিন এরশাদের নামও থাকবে। তারা মহান আল্লাহ তালার কাছে এরশাদের বেহেশত কামনা করেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com