স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় মেম্বার সোহেল মিয়াকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে সোহেল মিয়া হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৪ এ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
প্রসঙ্গত, সম্প্রতি আগুয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন খুন হন। সংঘর্ষের পর একপক্ষের পুরুষ লোকজন গ্রেফতার এড়াতে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এতে কার্যত পুরুষ শূন্য হয়ে পড়ে গ্রামটি। এ সুযোগে আসামীদের বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শুধু তাই নয়, বাড়ির মহিলাদের উপর নির্যাতন চালানো হয়। এ ঘটনায় মনাই মিয়ার পুত্র কাজী অনিক মিয়া বাদী হয়ে মেম্বার সোহেল মিয়াকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় ৪নং ওয়ার্ডের মেম্বার সোহেল মিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।