স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের মহিলা মেম্বার বাহার বেগম (৩৫) সহ ২ জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৭ আদালতের হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী ইকবাল হোসেন ভূইয়া মামলার বরাত দিয়ে জানান, পূর্ব বিরোধের জের ধরে গত ২৫ জুন সকালে উপজেলার ভাদিকারা ও চানপাড়া গ্রামের মৃত ঠান্ডা মিয়ার কন্যা বামৈ ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার বাহার বেগমের নেতৃত্বে একদল লোক একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র নুরুল আমীন ও তার ভাই রুস্তম আলীসহ বেশ কয়েকজনকে দা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এ ঘটনায় জখমীদের ভাই রিপন মিয়া বাদী হয়ে লাখাই থানায় মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে বাহার বেগম ও একই গ্রামের জহির মিয়ার পুত্র শরীফ উদ্দিন আদালতের আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।