স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট লেখক, মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যাপক আসমা আব্বাসী ৪ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মাইজগাও এর চকি গ্রামের নিবাসী, সিলেট সরকারি আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মরহুম মৌলভী হাবিবুর রহমান চৌধুরী ও মরহুমা সৈয়দা হিফজুন্নেসা খানমের কনিষ্ঠ সন্তান আসমা আব্বাসী ১৯৪২ সনের ৪ জানুয়ারি পিতার কর্মস্থল সিলেট শহরে জন্মগ্রহণ করেন। আসমা আব্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা সাহিত্যে বিএ (অনার্স) ও এম এ ডিগ্রি অর্জন করেন। এরপর ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা হতে আরবিতে ৪ বছরের কোর্স শেষে ডিপ্লোমা অর্জন করেন। ঢাকার পুরানা পল্টন ডিগ্রি কলেজের সূচনা লগ্ন ১৯৬৪ সন হতে তিনি শিক্ষকতা শুরু করেন। ১৯৯৪ সনে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে স্বর্ণপদক পান শিক্ষা মন্ত্রণালয় হতে।
তার প্রকাশিত বইয়ের সংখ্যা ডজনখানেক। তিনি বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে বিশ্বের বহু দেশে সফর করেছেন।
তিনি সুরসম্রাট আব্বাস উদ্দীনের ছোট পুত্র বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুস্তফা জামান আব্বাসীর স্ত্রী। তাদের দুই কন্যা সামীরা আব্বাসী সিভিল ইঞ্জিনিয়ার এবং শারমিনী আব্বাসী আইনজীবী।
উল্লেখ্য, আসমা আব্বাসীর তিন মামা সৈয়দ মোস্তফা আলী, সৈয়দ মর্তুজা আলী ও সৈয়দ মুজতবা আলী সুসাহিত্যিক।
শুক্রবার বাদ জুমা গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।