স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। পরে রাতেই হবিগঞ্জ শহরের বাসায় ফিরেছেন।
এর আগে গত ২৪ জুন সোমবার দুপুর ২টার দিকে সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে তাঁর ডান চোখটিতে অস্ত্রোপচার হয়। বেশ কয়েকদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে চোখের অবস্থা পুরেপুরি স্বাভাবিক হওয়ার পর তিনি দেশে ফিরলেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৩ জন নিহতের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন এমপি আবু জাহির।
এ সময় শরীরের বিভিন্ন স্থানে শতাধিক স্পিøন্টারের অঘাত পাওয়াসহ তাঁর ডান চোখটি আক্রান্ত হয়। সে সময় দেশ-বিদেশে দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি সংসদ সদস্যের ডান চোখে কিছু জটিলতা দেখা দেয়। পুরোপুরি সুস্থতার জন্য চিকিৎসকরা সফলভাবে তাঁর চোখে অস্ত্রোপচার করেছেন।