রোটাবর্ষ ২০২৪-২৫ উদযাপন উপলক্ষে হবিগঞ্জ শহরে ৩টি ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। গতকাল সোমবার অনুষ্ঠিত র‌্যালীতে অংশগ্রহণকারী ক্লাব তিনটি হলো- রোটারী ক্লাব অব হবিগঞ্জ, রোটারী ক্লাব অব খোয়াই, রোটারী ক্লাব অব সেন্ট্রাল। শহরের টাউন হলের সামনে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় রোটারী ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রোটারিয়ান এ এস এম মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মনির হুসেন এবং রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট মোঃ আজিজুর রহমান মান্নার যৌথ পরিচালনায় রোটাবর্ষকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি শফিকুল বারী আউয়াল, পিপি মোঃ মোদারিছ আলী টেনু, পিপি ফজলুর রহমান লেবু, পিপি বাদল কুমার রায়, পিপি মোঃ শরীফ উল্লাহ, পিপি এম তবারক আলী লস্কর, পিপি সৈয়দ বাকী মোহাম্মদ ইকবাল, পিপি মোঃ শামছুল আলম মারুফ, পিপি মোহাম্মদ নোমান মিয়া, পিপি ডাক্তার মুজিবুর রহমান পলাশ, রোটার‌্যাক্ট খোয়াই প্রেসিডেন্ট নোমান আহমেদ, রোটার‌্যাক্ট হবিগঞ্জ ক্লাবের প্রেসিডেন্ট মিজবাহ উদ্দিন তারেক, ইন্টার‌্যাক্ট ক্লাব হবিগঞ্জের প্রেসিডেন্ট সোহানুর রহমান নাহিন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন তিনটি ক্লাবের সকল রোটারিয়ান, রোটার‌্যাক্টর ও ইন্টার‌্যাক্টরবৃন্দ। বক্তারা নতুন কমিটিকে ধন্যবাদ জানিয়ে আগামী এক বছর যেন আরো বেশী মানব সেবার জন্য কাজ করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন। পরে সভাপতি মহসিন চৌধুরী সকলকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কষ্ট করে উপস্থিত হয়ে প্রোগ্রাম সফল করায় ধন্যবাদ জানান। আলোচনা শেষে দরিদ্র রিকশা চালকদের মাঝে দেড় শতাধিক রেইন কোট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি